সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা
টেক্সাস হামলা

ডালাস পুলিশ দফতরে তল্লাশি, বিক্ষোভ অব্যাহত

ডালাস পুলিশের সদর দফতরে এক সন্দেহভাজন লুকিয়ে আছেন বলে হুমকি পাওয়ার পর ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে সেখানে কাউকে শনাক্ত করা যায়নি। শনিবার সন্ধ্যায় পার্কিং গ্যারেজে সোয়াট ও ডগ ইউনিট যৌথ অভিযান চালায়।

এদিকে কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিক্ষোভ মিছিল থেকে নতুন করে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ৫ দিনেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। প্রতিদিনই সমাবেশস্থলে বিক্ষোভকারীদের উপস্থিতি বাড়ছে। সেই সঙ্গে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষও চলছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে গত মঙ্গল ও বুধবার পরপর দুই দিনে পুলিশের হাতে খুন হন দুজন কৃষ্ণাঙ্গ। এতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন অঙ্গরাজ্যে। এর জেরে ডালাসে বন্দুকধারীর গুলিতে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে। পরে রোবট বোমায় মারা যায় ওই বন্দুকধারী।

সর্বশেষ খবর