মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এখনো অশান্ত ভূস্বর্গ শান্তির ডাক গিলানির

কলকাতা প্রতিনিধি

কাশ্মীর উপত্যকায় শান্তি ফেরাতে বিচ্ছিন্নতাবাদীদের কাছেও আবেদন জানালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। যে তরুণরা রোজপথে নেমে পাথর ছুড়ছে পুলিশের দিকে, তাদের অভিভাবকদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান, সন্তানদের নিয়ন্ত্রণ করুন। কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের পাশে রয়েছে বলে মেহবুবাকে আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ গিলানিও পুলিশের ওপর হামলা থেকে বিরত থাকতে বলেছেন উপত্যকার মানুষকে। সেনা অভিযানে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে উত্তাল দক্ষিণ কাশ্মীর। উপত্যকার ১০টি জেলাতেই কার্ফু জারি রাখা হয়েছে এখনো। জম্মু-শ্রীনগর হাইওয়ে এখনো বন্ধ। বন্ধ রেল পরিসেবাও। উত্তেজনা এবং প্ররোচনা ছড়ানো রুখতে গোটা রাজ্যেই ইন্টারনেট পরিসেবা বন্ধ রাখা হয়েছে। তাতেও থামছে না হিংসা। বুরহান ওয়ানির বাড়ি যেখানে, দক্ষিণ কাশ্মীরের সেই ত্রাল এবং আশপাশের অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে উত্তপ্ত। রাস্তায় নেমে রোজ পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করছে বুরহানের প্রতি সহানুভূতিশীলরা। সংঘর্ষে অন্তত ৯০ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। নিহত হয়েছেন একজন। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ২২ জনের।

মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রবিবার রাজ্য ক্যাবিনেটের জরুরি বৈঠক ডাকেন। বৈঠক শেষে রাজ্যের বিরোধী দল এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সহযোগিতা চান তিনি। এদিকে অশান্তির জেরে অমরনাথ যাত্রা আজও স্থগিত রয়েছে। জম্মুর বেস ক্যাম্প থেকে কাউকে কাশ্মীর উপত্যকার দিকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে ইতিমধ্যে ১৫ হাজার অমরনাথ যাত্রী আটকে পড়েছেন। বেস ক্যাম্পে আরও তীর্থযাত্রী রোজ পৌঁছচ্ছেন।

সর্বশেষ খবর