Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

প্রকাশ : মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১১ জুলাই, ২০১৬ ২৩:৪৮
দক্ষিণ সুদানে সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘের

দক্ষিণ সুদানে সংঘাতে লিপ্ত পক্ষগুলোকে অবিলম্বে বন্ধ করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল। সংঘাত যাতে আরো ছড়িয়ে না পড়ে সেজন্য পদক্ষেপ নিতে আহবান জানানো হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের এক সর্বসম্মত বিবৃতিতে এসব কথা বলা হয়। এক বিবৃতিতে দক্ষিণ সুদানে সংঘাতের নিন্দা জানানো হয়েছে। সে অঞ্চলে আরও জাতিসংঘ নিরাপত্তা বাহিনী পাঠানো হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। গত শুক্রবার শুরু হওয়া সংঘাতে এখনো পর্যন্ত ২০০ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এ সংঘাতের সূচনা হয় দক্ষিণ সুদানের রাজধানী জুবার রাস্তায়। এএফপি।
up-arrow