Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১১ জুলাই, ২০১৬ ২৩:৪৯
অন্য খবর
একটি আঙ্গুর ২৮ হাজার টাকা
একটি আঙ্গুর ২৮ হাজার টাকা

জাপানে এক গুচ্ছ আঙ্গুর রেকর্ড দামে বিক্রি হয়েছে। মাত্র ৩০টি আঙ্গুর বিক্রি হয়েছে ১১ হাজার ডলারে। গড়ে একটির দাম পড়েছে ৩৬৬ ডলার (বাংলাদেশি টাকায় ২৮ হাজার টাকার ওপরে)। জাপানে প্রায়শই ফলের দাম এ রকম অস্বাভাবিক হয়ে ওঠে। কারণ কখনো কখনো এ ফল খাওয়াকে দেখা হয় সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে। পশ্চিম জাপানে সুপারমার্কেটের একজন মালিক এসব ফল কিনেছেন। তবে আঙ্গুরগুলো অত্যন্ত সুমিষ্ট  এবং এগুলো রুবি রোমান্স প্রজাতির। মৌসুমের শুরুর দিকে এ ফলটি প্রথম বাজারে এসেছে। সুপারমার্কেটের মালিক তাকামারু কুনিশি বলেছেন, ‘এগুলো আমরা কাস্টমারদের খেয়ে দেখার জন্য তাদের দেবার আগে দোকানের ডিসপ্লেতে রাখব।’ আর ক্রেতা বলেছেন, ‘আমি খুব খুশি এবং নিজেকে সম্মানিত বলে বোধ করছি।’  বিবিসি

up-arrow