বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

শিশুকে উড়িয়ে নেওয়ার চেষ্টা ঈগলের

শিশুকে উড়িয়ে নেওয়ার চেষ্টা ঈগলের

ছোট ছোট প্রাণীদের ছোঁ মেরে উড়িয়ে নিয়ে যাওয়াই ঈগলের কাজ। তবে এবার একটি ঈগল একটি শিশুকেই ছোঁ মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। পরে ঈগলের থাবায় রক্তাক্ত, সন্ত্রস্ত শিশুটিকে উদ্ধার করেন অন্যরা। গত ৬ জুলাই অস্ট্রেলিয়ার একটি পার্কে এ ঘটনা ঘটে। গতকাল বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলিস স্প্রিংস ডেজার্ট পার্কে বন্য পশু দেখার দেখার আয়োজন চলাকালে লোকসমাগমের মধ্যেই এ ঘটনা ঘটে। হঠাৎ করে চিৎকার শুনে শিশুটির অবস্থা দেখে তারা অবাক হয়ে যান। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, ঈগলটি ওই শিশুকে একটি ছোট প্রাণীর মতো উড়িয়ে নেওয়ার চেষ্টা করে। বেঁচে যাওয়া ওই শিশুটির আনুমানিক বয়স ছয় থেকে আট বছর। প্রত্যক্ষদর্শী ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের হর্শামের বাসিন্দা ক্রিস্টিন ও’কনেল জানান, ঈগলটি ওই শিশুর সবুজ রঙ-এর জামায় ছোঁ দিয়ে তাকে দূরে সরিয়ে  নেওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করতে থাকে। ঈগলের ছোঁবলে রক্তাক্ত হয় সে। পরে লোকজন এগিয়ে গেলে ঈগলটি উড়ে যায়। তবে বাচ্চাটির অবস্থা গুরুতর নয়। ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা এক ব্যক্তি জানান, ওই ঘটনার পর তড়িঘড়ি করে প্রদর্শনী  শেষ করে দেওয়া হয়।

সর্বশেষ খবর