বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বেইজিং দক্ষিণ চীন সাগর ধরে রাখতে বদ্ধপরিকর

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের ওপর নিজের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে চীন। মঙ্গলবার আন্তর্জাতিক একটি ট্রাইব্যুনাল দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকার ওপর চীনের একচ্ছত্র মালিকানার দাবি খারিজ করে দেয়। কিন্তু ট্রাইব্যুনালের এ রায় প্রত্যাখ্যান করে চীন বলেছে, ওই এলাকায় ‘বিমান প্রতিরক্ষা জোন’ স্থাপনের অধিকার আছে তার।

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সার্বভৌম অধিকার লঙ্ঘন করে চীন, দেশটির জাহাজ ও মাছ ধরা এবং তেলখনি প্রকল্পগুলোকে বিপদের মধ্যে ফেলছে, ট্রাইব্যুনাল এমন রায় দেওয়ার পর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম হেগের পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনকে বাইরের শক্তিগুলোর ‘পুতুল’ বলে বর্ণনা করেছে। দক্ষিণ চীন সাগরে জলসীমা নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই ও তাইওয়ানের বিরোধ আছে। সাগরটিতে চীনের দাবিকৃত জলসীমার মধ্যে এসব দেশের প্রত্যেকটির দাবিকৃত জলসীমা রয়েছে। গতকাল চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি প্রথম পৃষ্ঠায় প্রকাশ করা এক মন্তব্য প্রতিবেদনে বলেছে, নিজের অঞ্চলের সার্বভৌমত্বের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে চীন। বিবিসি।

সর্বশেষ খবর