বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কাশ্মীরে যেকোনো মুহূর্তে প্রচণ্ড সংঘর্ষের আশঙ্কা

৩৫ জনের প্রাণহানি

ভারতীয় পুলিশের গুলিতে কাশ্মীরের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত হয়ে আছে এলাকাটি। সেই উত্তাপ কাটেনি এখনো। নতুন করে কোনো গোলযোগের খবর পাওয়া না গেলেও থমথমে অবস্থা বিরাজ করছে পুরো উপত্যকাজুড়ে। আশঙ্কা রয়েছে যেকোনো মুহূর্তে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে এলাকাটিতে। পাম্পোর এবং কুপওয়ারাসহ কাশ্মীরের বেশকিছু এলাকায় জারি রয়েছে কারফিউ। অন্যত্র কারফিউ না থাকলেও সাধারণ মানুষের গতিবিধির ওপর নিয়ন্ত্রণ জারি করা রয়েছে। বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে ভারতীয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন পুলিশ সদস্য। এর আগে রবিবার রাতে এক পুলিশ কনস্টেবলকে গাড়িসহ সেখানকার ঝিলাম নদীতে ডুবিয়ে মারে বিক্ষুব্ধরা। এ ছাড়া শনিবার সকালে মৃত্যু হয় মুস্তাক আহমেদ নামের এক ব্যক্তির। পিটিআই

সর্বশেষ খবর