বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বৃহস্পতির কাছে জুনো

বৃহস্পতির কাছে জুনো

বৃহস্পতি গ্রহ থেকে মহাকাশ যান জুনোর পাঠানো ছবি প্রথমবারের মতো প্রকাশ করল মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ওই ছবিতে গ্রহরাজের তিনটি চাঁদের পাশাপাশি সূর্যালোকের একাংশ ধরা পড়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রবিবার জুনো যখন বৃহস্পতি থেকে ৪৩ লাখ কিলোমিটার দূরে অবস্থান করছিল, তখনই ছবিটি তোলা হয়েছে। জুনো মহাকাশ যানটি এখন বৃহস্পতি থেকে খানিক দূরে অবস্থান করছে। আগামী আগস্টে আবারও মহাকাশ যানটি বৃহস্পতির আরও কাছে যেতে পারবে। আর তখন জুনো ক্যামের সাহায্যে আরও ভালো ভালো ছবি তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, টানা পাঁচ বছর মহাকাশের বিশাল পথ পাড়ি দিয়ে গত ৪ জুলাই বৃহস্পতির কক্ষ ছুঁয়েছে জুনো। আগামী এক বছর ধরে বৃহস্পতির কক্ষপথের মাপ নেবে ‘জুনো’। বিভিন্ন প্রকারের বিবর্তন ও পরিবেশের বিকিরণসহ বেশকিছু বিজ্ঞানসংক্রান্ত গবেষণা চালাবে এই মহাকাশযান। বৃহস্পতিতে পানির উপস্থিতি নিয়েও খোঁজ চালানোর কথা রয়েছে জুনোর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এ পর্যন্ত জুনোই হলো প্রথম মহাকাশযান যা সৌরজগতে সবচেয়ে বেশি পথ অতিক্রম করেছে? গত জানুয়ারিতে সূর্য থেকে প্রায় আট কোটি কিলোমিটার পথ অতিক্রম করে এই রেকর্ড করেছিল জুনো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর