Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ জুলাই, ২০১৬ ২৩:২৭
ফের সংকটে নেপাল

মাওবাদীরা সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় ক্ষমতায় আসার মাত্র নয় মাস পর আবারও সংকটে পড়েছে কে পি শর্মা অলি নেতৃত্বাধীন নেপালের জোট সরকার। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত মে মাসে করা নয় দফা চুক্তি বাস্তবায়নে অলির দল আন্তরিক নয়, এই অভিযোগ তুলে কমিউনিস্ট পার্টি অব নেপালের (মাওইস্ট সেন্টার) চেয়ারম্যান পুষ্পকমল দহল প্রচণ্ড মঙ্গলবার কমিউনিস্ট পার্টি অব নেপাল (সমন্বিত মার্ক্সবাদী-লেনিনবাদী) নেতৃত্বাধীন জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের এই ঘোষণা দেন। মাওবাদীরা সমর্থন তুলে নেওয়ায় পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের আর সংখ্যাগরিষ্ঠতা থাকছে না। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করতে যাচ্ছেন, না ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করতে অন্য কোনো সাংবিধানিক পথ বের করার চেষ্টা করবেন— সে বিষয়টি এখনো স্পষ্ট হয়নি বলে জানানো হয়েছে কাঠমান্ডু পোস্টের খবরে।

এই পাতার আরো খবর
up-arrow