শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

১০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার অঙ্গীকার অনুযায়ী চলতি অর্থবছরে ১০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ কথা ঘোষণা করেন।

যুদ্ধের পরিস্থিতিতে পালিয়ে আসা এই শরণার্থীদের সংকট সমাধানে ধীরগতির কারণে কিছু মানবাধিকারকর্মী ওয়াশিংটনের সমালোচনা করেছেন। জন কেরি জানান, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা ও  গোয়েন্দা সংস্থাগুলোর যাচাই-বাছাইয়ের পর জাতিসংঘের শরণার্থী শিবির থেকে ১০ হাজার আশ্রয়প্রত্যাশীকে নেওয়া হবে। তিনি জানান, গত অর্থবছরের তুলনায় শরণার্থী নেওয়ার সংখ্যা এবার ছয় গুণ বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর থেকে অর্থবছর শুরু হয়। শেষ হয় পরের বছরের ৩০  সেপ্টেম্বরে। বলা হচ্ছে, এই সময়ের মধ্যে নেওয়া শরণার্থীদের মধ্যে অগ্রাধিকার পাবেন বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীরা। এএফপি।

সর্বশেষ খবর