Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

ঢাকা, শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৩ জুলাই, ২০১৬ ২৩:২৯
অন্য খবর
সোলার ইম্পালস-২
সোলার ইম্পালস-২

সৌরশক্তিচালিত বিমান সোলার ইম্পালস-২ মিসরের রাজধানী কায়রোয় অবতরণ করেছে। বিশ্বভ্রমণের শেষ পর্বে মাত্র একটি গন্তব্য বাকি আছে এটির।

স্পেনের সেভিল থেকে ৪৮ ঘণ্টার নিরবচ্ছিন্ন উড্ডয়নে কায়রোয় পৌঁছায় প্রাকৃতিক জ্বালানি ছাড়া শুধু সূর্যের শক্তিতে চলতে সক্ষম সোলার ইম্পালস-২।

বিশেষ এ বিমানটি আবুধাবি পৌঁছালে শেষ হবে এর বিশ্বভ্রমণ। ২০১৫ সালের মার্চ মাসে আবুধাবি থেকেই বিশ্বভ্রমণ শুরু করে বিমানটি। দুজন পাইলট পর্যায়ক্রমে বিমানটি পরিচালনা করেন।

up-arrow