বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি

কলকাতা হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এক ব্যক্তি। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেললুর কাছে এই হুমকির চিঠি আসে। চিঠি পাওয়ার পর হাইকোর্টের নিরাপত্তা জোরদার করা হয়। কলকাতার ক্যানেল স্ট্রিটের একটি পুরনো বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে হাইকোর্টের বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর এজলাসে। মূলত এই বিচারপতির নামে চিঠিটি দেওয়া হয় প্রধান বিচারপতির কাছে। তাতে হুমকির সুরে লেখা হয়, ‘বাড়িটি ভাঙলে হাইকোর্ট উড়িয়ে দেওয়া হবে।

মিসরে চলছে গুম রাজনীতি

মিসরে গত এক বছরে জোরপূর্বক কয়েকশ মানুষকে গুম করা হয়েছে। এ ছাড়া কারাগারগুলোতে আটক বন্দীদের ওপর চলছে অকথ্য নির্যাতন। মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশিত এক নতুন প্র্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে মিসরে শত শত ছাত্র, রাজনৈতিক কর্মী ও আন্দোলনকারীকে গুম করা হয়েছে। পরে এদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে কয়েকজনের বয়স মাত্র ১৪ বছর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর