শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বেইজিংকে আদালতের রায় মেনে চলার আহ্বান ফিলিপাইনের

দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা

বেইজিংকে আদালতের রায় মেনে চলার আহ্বান ফিলিপাইনের

দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের ইস্যুতে জাতিসংঘ সমর্থিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তা মেনে চলার জন্য বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিপাইন। ট্রাইব্যুনালের রুল মানতে চীনের অস্বীকৃতি জানানোর পর ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক একটি ট্রাইব্যুনাল দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকার ওপর চীনের একচ্ছত্র মালিকানার দাবি খারিজ করে দেয়। চীন ও ফিলিপাইনের মধ্যে সমুদ্রসীমার অধিকার নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে হেগে পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন ট্রাইব্যুনাল গঠন করে জাতিসংঘ। ট্রাইব্যুনালের রুলে বলা হয়, দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সার্বভৌম অধিকার লঙ্ঘন করে ফিলিপাইনের জাহাজ ও মাছ ধরা এবং তেলখনি প্রকল্পগুলোকে বিপদের মধ্যে ফেলছে চীন। তবে চীনের দাবি, সমুদ্রসীমা বিষয়ে নির্দেশ জারি করার কোনো এখতিয়ার এই ট্রাইব্যুনালের নেই। দেশটির সহ-পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন বলেন, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে দক্ষিণ চীন সাগরে বিমান প্রতিরক্ষা অঞ্চল স্থাপন করবে চীন। প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরে জলসীমা নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই ও তাইওয়ানের বিরোধ রয়েছে। বিবিসি

সর্বশেষ খবর