শিরোনাম
শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

হ্যাকিংয়ের দায়ে চীনা নাগরিককে দণ্ড

মার্কিন সামরিক বাহিনীর তথ্য হ্যাকিংয়ের দায়ে এক চীনা নাগরিককে চার বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত। পাশাপাশি তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সু বিন নামে ওই চীনা নাগরিক পেশায় একজন ব্যবসায়ী। হ্যাকারদের সঙ্গে যুক্ত হয়ে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত হ্যাকিংয়ের মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেন বলে অভিযোগ। ২০১৪ সালে কানাডা থেকে ওই চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। তিনি চীনের সামরিক বাহিনীর হয়ে কাজ করছিলেন। আদালত তাকে ১০ হাজার ডলার জরিমানাও করে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন চার্লিন জানান, পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের সংবেদনশীল সামরিক তথ্য চুরির অপরাধে সু বিনকে এ শাস্তি দেওয়া হচ্ছে। বিবিসি।

সর্বশেষ খবর