শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ফিলাডেলফিয়ায় ইতিহাস গড়ছেন হিলারি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

ফিলাডেলফিয়ায় ইতিহাস গড়ছেন হিলারি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো নারী প্রেসিডেন্ট প্রার্থী পেতে যাচ্ছে দেশটি। আর এই ইতিহাস তৈরি হচ্ছে ফিলাডেলফিয়া নগরীতে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন। ২৫ জুলাই থেকে অনুষ্ঠেয় সম্মেলনে দলের পক্ষ থেকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করা হবে। দলের বাছাইপর্বে এগিয়ে থাকা হিলারি ক্লিনটনের নাম সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে হিলারির জয়যাত্রার গর্বিত অংশীদার হতে চায় পশ্চাৎপদ নগরী ফিলাডেলফিয়া। ফিলাডেলফিয়া সম্মেলনের মধ্য দিয়ে ডেমোক্রেটিক পার্টি নিজেদের সমর্থকদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে চায়। ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ গৃহীত হয়েছিল উত্তর-পূর্বের ঐতিহ্যের নগরী ফিলাডেলফিয়ায়। এ নগরীর ‘ইন্ডিপেন্ডেস হল’ আমেরিকার ইতিহাস-ঐতিহ্যের ধারক হয়ে হয়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে।  বিরাজমান সামাজিক অসাম্যের এ নগরীতে দাঁড়িয়ে নির্বাচনে হিলারি ক্লিনটন প্রার্থী হিসেবে তার নির্বাচনী মূল বক্তব্য রাখবেন। সম্মেলন কেন্দ্রের বাইরে সমর্থকদের ক্ষোভ প্রশমিত করে বার্নি স্যান্ডার্স কীভাবে ঐক্যের আহ্বান জানান তা দেখার অপেক্ষায় যুক্তরাষ্ট্রের মানুষ। সম্মেলনকেন্দ্রে কারা বক্তব্য রাখবেন, কে হবেন হিলারি ক্লিনটনের রানিংমেট ভাইস প্রেসিডেন্ট এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ডেমোক্রেটিক পার্টি জাতীয় সম্মেলন কমিটি দলকে সামাল দিয়ে রিপাবলিকান প্রার্থীকে মোকাবিলা করার কর্মকৌশল ঘোষণা করবে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, হিলারিতনয়া চেলসি ক্লিনটন ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখবেন। বক্তার পূর্ণাঙ্গ তালিকা গোপনে চূড়ান্ত করা হচ্ছে। এএফপি।

সর্বশেষ খবর