শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র চীনের নৌ কমান্ডাররা

দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও চীনের নৌবাহিনীর কমান্ডাররা বৈঠকে বসতে যাচ্ছেন। দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকা চীনের দাবির পরিপ্রেক্ষিতে উত্তেজনা দেখা দেওয়ার প্রেক্ষাপটে তারা এ বৈঠকে বসবেন। বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনী এ কথা জানায়। মার্কিন নৌ অপারেশনের প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসনের তিন দিনের সফর কাল রবিবার শুরু হচ্ছে। এ সফরকালে তিনি বেইজিং ও উপকূলীয় শহর কিংদাওয়ে যাত্রাবিরতি করবেন। এ সময় তিনি চীনের নৌ অপারেশনের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, মঙ্গলবার আন্তর্জাতিক একটি আদালতের রায়ে বেইজিং চটে যায় এবং এ অঞ্চলে তাদের স্বার্থের বিরোধী যে কোনো কর্মকাণ্ডের ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। রায়ে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলসীমায় চীনের দাবির ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। এদিকে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক জাহাজের স্থায়ী উপস্থিতি বজায় রেখেছে। এএফপি।

সর্বশেষ খবর