শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নতুন রাজনৈতিক দল গঠন করছেন মাহাথির

শিগগিরই নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল পার্টিকে পরাজিত করতে বিরোধীদের সঙ্গে যে রাজনৈতিক জোট করা হয়েছে তার অংশ হিসেবেই নতুন এ দল গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী নাজিবের বিরুদ্ধে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এর জের ধরে নাজিবের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনে শরিক হন মাহাথির। তবে প্রধানমন্ত্রী নাজিব তার অবস্থান থেকে সরে না আসায় পরবর্তীতে বিরোধীদের নিয়ে রাজনৈতিক জোট গঠন করার ঘোষণা দেন মাহাথির।

সর্বশেষ খবর