শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা বিল পাস

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ আবারও ইরানের বিরুদ্ধে দুটি নিষেধাজ্ঞা বিল পাস করেছে। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা হওয়ার এক বছরের মাথায় এসে প্রতিনিধি পরিষদ এ নিষেধাজ্ঞা বিল পাস করল। দুটি বিলেরই মূল লক্ষ্য হচ্ছে ইরানকে মার্কিন অর্থ ব্যবস্থায় ঢুকতে বাধা দেওয়া। বিরোধী রিপাবলিকান দল নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের ২৪৬ জন আইন প্রণেতার মধ্যে প্রথম বিলটির পক্ষে  ভোট দেন ১৭৯ জন এবং দ্বিতীয় বিলটির পক্ষে  ভোট দিয়েছেন ১৮১ জন। তবে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দল বিলের বিপক্ষে অবস্থান নেয়। অনলাইন।

সর্বশেষ খবর