Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ জুলাই, ২০১৬ ২৩:৪৪
অ ন্য খ ব র
মোটা মানুষের মৃত্যু হয় দ্রুত
মোটা মানুষের মৃত্যু হয় দ্রুত

মোটা মানুষদের এমনিতেই বাড়তি ওজন নিয়ে অনেক সময় উদ্বিগ্ন হতে দেখা যায়। তার ওপর নতুন এই গবেষণা চিন্তা বাড়িয়ে দিতে পারে আরও। কারণ মোটা মানুষেরা সাধারণদের চেয়ে দ্রুত মৃত্যুবরণ করেন। এক্ষেত্রে পুরুষরা নারীদের চেয়ে তিনগুণ বেশি ঝুঁকিতে থাকেন। বেশ বড় পরিসরে চালানো এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। চিকিৎসাবিষয়ক জার্নাল দ্য ল্যানসেট-এ প্রকাশিত রিপোর্টে প্রায় চল্লিশ লাখ মানুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মোটা মানুষেরা স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে অন্তত তিন বছর আগে মারা যান। কখনো ধূমপান করেন না এবং দীর্ঘদিন  কোনো রোগে ভোগেননি এমন মানুষদের ওপর এই সমীক্ষা চালানো হয়।

এই পাতার আরো খবর
up-arrow