শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ফ্রান্স কেন জিহাদিদের হামলার লক্ষ্য

বিবিসির বিশ্লেষণ

তথাকথিত ইসলামিক স্টেটের মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি আইএস অনুসারীদের বিশেষ কয়েকটি দেশে হামলা চালানোর আহ্বান জানিয়েছিলেন। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের একজন গবেষক মার্গারেট গিলমোর বলেছেন, আইএস সমর্থকদের উৎসাহিত করা হয় ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ চারটি দেশ লক্ষ্য করে হামলা পরিচালনার জন্য। আইএসের মুখপাত্র বলেছিলেন, ‘যেখানেই পারো হামলা করো, যে কোনো ধরনের হামলা, যদি তুমি একাও থাকো, তুমি একটা ছুরি দিয়েও হামলা করতে পারো।’ নিরাপত্তাবিষয়ক বিবিসির সংবাদদাতা ফ্র্যাংক গার্ডনার বলেছেন, বেশ কয়েকটি কারণে আইএসের জন্য বর্তমানে এক নম্বর টার্গেট ফ্রান্স। একটি কারণ ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলা যেখানে ফরাসি জঙ্গি বিমান অংশ নিচ্ছে। মালি, ইরাক এবং সিরিয়ায় জিহাদিদের হটাতে সক্রিয় ভূমিকা আছে ফ্রান্সের। এছাড়া ‘ফ্রান্সে বোরকা নিষিদ্ধ করা হয়েছে যাকে দেখা হয় ইসলামের বিরুদ্ধে শত্রুতা হিসেবে।

সর্বশেষ খবর