রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সৌদি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি ৯/১১ হামলায়

সৌদি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি ৯/১১ হামলায়

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় সৌদি সরকারের কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি মার্কিন কংগ্রেস। গত শুক্রবার তদন্তে সেই ২৮ পৃষ্ঠার প্রতিবেদনে একথা জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলায় সৌদি আরব জড়িত নয়। তবে হামলাকারীরা সৌদি জনগণের কাছ থেকে অর্থ সহায়তা পেয়েছে। ওই হামলায় মোট ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

প্রতিবেদন প্রকাশ করায় কংগ্রেসকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকার,  দেশটির সরকারি কর্মকর্তা বা সরকারকে সমর্থনকারী কোনো ব্যক্তি এ হামলায় সমর্থন অথবা উৎসাহ জোগায়নি বলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল-সৌদ। একটি নিরপেক্ষ প্যানেলের মাধ্যমে ২০০২ সালে ৯/১১ হামলার প্রতিবেদন শেষ করা হয়। কিন্তু কিছু পৃষ্ঠা দীর্ঘ ১৩ বছর থাকে। যা ‘২৮ পৃষ্ঠা’ নামে পরিচিত। এই পৃষ্ঠাগুলোই জনমনে সন্দেহের উদ্রেক করে। মার্কিন সরকার তার গুরুত্বপূর্ণ মিত্রকে আড়াল করার জন্যই এমনটি করেছে বলে ওই হামলার শিকার পরিবার এবং আইনপ্রণেতারা বছরের পর বছর ধরে অভিযোগ তুলছে। সিআইএ’র পরিচালনায় এ রিপোর্টটি প্রকাশ করা হলো। রিপোর্টের প্রতিবেদক সতর্ক করে জানিয়েছেন, ওই ঘটনায় নিহত ১৯ জনের মধ্যে ১৫ জনই  সৌদি নাগরিক। বিবিসি।

সর্বশেষ খবর