রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতি বন্ধে বাগদাদে বিক্ষোভ

নিষেধাজ্ঞা থাকার পরও ইরাকের রাজধানী বাগদাদের রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার ইরাকি। দেশে দুর্নীতি ও সাম্প্রদায়িক আচরণ বন্ধের দাবিতে তারা বিক্ষোভ অব্যাহত রেখেছে। শিয়া নেতা মুকদাদা আল-সদরের ডাকে দেশটিতে গত কয়েক মাসে বেশ কয়েকবার বিক্ষোভ হয়। বিক্ষোভ চলাকালে সরকার ও কূটনৈতিক কেন্দ্রীয় গ্রিনপাড়ায় ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। গত বৃহস্পতিবার শেষ রাতে নিরাপত্তা বাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, শিয়া নেতার আহৃত আন্দোলন ‘অবৈধ’ এবং আন্দোলনকে ‘সন্ত্রাসী হুমকি’ হিসেবে বিবেচনা করা হবে বলে ডিক্রি জারি করা হয়। নিষেধাজ্ঞা থাকলেও বাধ মানেনি জনতার বিক্ষোভ। দাবি আদায়ে শুক্রবার তাহরির স্কয়ারে মিলিত হয় তারা। ‘কোনো সাম্প্রদায়িকতা নয়, কোনো দুর্নীতি নয়, শুধু চাই সংস্কার’— এসব লেখা প্লাকার্ড তাদের হাতে শোভা পায়। সদর যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের ডাক দিয়েছেন তাতে সরকারের টেকনোক্র্যাট মন্ত্রীদের গঠন এবং দেশের বিরোধী সাম্প্রদায়িক  ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দুর্নীতির মাধ্যমে ক্ষমতার বিনিময় প্রথা বন্ধের কথা উল্লেখ করা হয়। আল-জাজিরা

সর্বশেষ খবর