রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মন্ত্রীসহ টালিগঞ্জের ৪০ কুশীলব তুরস্কের হোটেলে আটকা

কলকাতা প্রতিনিধি

শুটিং করতে গিয়ে তুরস্কের ইস্তাম্বুল শহরের হোটেলে আটকে পড়েছেন নাট্যকার, অভিনেতা এবং পশ্চিমবঙ্গের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসু, পরিচালক বিরসা দাশগুপ্ত, অভিনেতা যশ দাশগুপ্ত, গৌরব, অভিনেত্রী মিমি চক্রবর্তীরা। গত শুক্রবার রাতে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থানের  চেষ্টার ফলে দেশজুড়েই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যদিও বিদ্রোহী সেনাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিসেবা। তা ছাড়া যে জায়গায় এই সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয় তার খুব কাছেই একটি হোটেলে রয়েছেন টালিগঞ্জের কুশীলবরা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তুরস্কে অবস্থান করা সব ভারতীয়কে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর