রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

১০ লাখ ছাড়াতে পারে সুদানের শরণার্থী সংখ্যা

পূর্ব আফ্রিকায় দক্ষিণ সুদানে শরণার্থীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে। এ কারণে সংস্থাটি সশস্ত্র গ্রুপগুলোর কাছে যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে সাধারণ মানুষ যাতে নিরাপদে অন্যত্র আশ্রয় নিতে পারে তার আহ্বান জানিয়েছে। রাজধানী জুবা থেকে শুধু গত চার দিনে ৪২ হাজার লোক পালিয়ে গেছে। প্রেসিডেন্ট সালভা কিরের বিদ্রোহী বাহিনী ও ভাইস প্রেসিডেন্টের অনুগত বাহিনীর মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা ৩০০ জনে দাঁড়িয়েছে। শরণার্থী সংস্থার সমন্বয়ক অ্যান এনকন্টির শুক্রবার বলেছেন, সংঘর্ষের কারণে উদ্বেগ দিন দিন বাড়ছে।  আল জাজিরা।

সর্বশেষ খবর