রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

কলম থেকেই জন্মাবে গাছ!

আজব কলম! লেখা তো হবেই, তবে লেখার কালি শেষ হলেও তার কাজ কিন্তু শেষ নয়। কেননা এই কলম থেকেই জন্ম নিতে পারে আস্ত একটা গাছ। শুনতে অবাক লাগলেও এরকমই আশ্চর্য এক কলম তৈরি করেছেন ভারতের কেরালার পরিবেশ কর্মী লক্ষ্মী মেনন। কীভাবে এই কলম গাছের জন্ম দিতে পারে? কেরালার এই পরিবেশ কর্মী একটি সংস্থার পরিচালক। যার লক্ষ্যই হলো প্রাত্যহিক জীবনযাপন যাতে পরিবেশবান্ধব হয়ে ওঠে। এই কাগজের কলম তারই ভাবনাপ্রসূত। লেখার পর তা ফেলে দিলেও পরিবেশের কোনো ক্ষতি হবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর