মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পের সম্মেলনে যেতে নারাজ তারকারা

চার দিনব্যাপী রিপাবলিকান সম্মেলন শুরু

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে শুরু গত মধ্যরাত থেকে শুরু হয়েছে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। ওই সম্মেলনের চতুর্থ দিনে ডোনাল্ড ট্রাম্পকে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা। ট্রাম্প আশা করেছিলেন, প্রাতিষ্ঠানিক রাজনীতিকদের বদলে তিনি ক্রীড়া, সংগীত ও চলচ্চিত্র জগতের নামজাদা তারকাদের সম্মেলনে বক্তা হিসেবে হাজির করাবেন। কিন্তু তাদের অনেকেই নানা ছুতোয় সম্মেলনে আসার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছেন। আর যারা সম্মেলনে অংশ নিতে সম্মত হয়েছেন, তাদের বেশির ভাগই অনেকটা দ্বিতীয় শ্রেণির তারকা। ট্রাম্প বিখ্যাত ফুটবল খেলোয়াড় টিমটিবোকে আমন্ত্রণ জানান। খেলার মাঠে হাঁটু মুড়ে প্রার্থনার জন্য বিখ্যাত এই খেলোয়াড় জানিয়ে দিয়েছেন, তিনি আসতে পারবেন না। টেনিস সেনসেশন সেরেনা উইলিয়ামসের নাম শোনা গেলেও এখন জানা গেছে তিনিও আসছেন না। ট্রাম্পের মেয়ে ইভানকা ও তার ইহুদি স্বামী জ্যারেড কুশনার সিনাগগ বা গির্জার প্রধান যাজক হ্যাসকেল লুকস্টাইনকে আমন্ত্রণ করেছিলেন। লুকস্টাইন জানান, রাজনৈতিক বিতর্ক এড়ানোর অজুহাতে তিনিও সম্মেলনে আসছেন না। গত রবিবার সিবিএস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, তার মনোনয়নের প্রশ্নে দলে বিভক্তি রয়েছে। এই বিভক্তি কাটিয়ে উঠতে এবং রক্ষণশীলদের মধ্যে নিজের সমর্থন জোরদার করতেই তিনি ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্সকে রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন। দলীয় ঐক্যের ব্যাপারে ট্রাম্পের এই আশা সত্ত্বেয় ক্লিভল্যান্ডে ঐক্যের বদলে অনৈক্যের সুরই শোনা যাচ্ছে বেশি। দলের অনেক শীর্ষস্থানীয় নেতা সম্মেলনে অংশ নিচ্ছেন না। এএফপি।

সর্বশেষ খবর