বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এবার ট্রাম্পের স্ত্রীর বিরুদ্ধে ‘চুরি’র অভিযোগ

এবার ট্রাম্পের স্ত্রীর বিরুদ্ধে ‘চুরি’র অভিযোগ

মেলানিয়া ট্রাম্প

মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। এই ব্যক্তি দেশটির রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর থেকেই বিতর্ক তার পিছু ছাড়ছে না। যেন বিতর্ক আর ডোনাল্ড ট্রাম্প সমার্থক। এবার এই বিতর্কে যুক্ত হলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। গতকাল অহিও ক্লিভল্যান্ডে রিপাবলিকান দলের ন্যাশনাল কনভেনশনে মেলানিয়া ট্রাম্পের ভাষণের একটি অংশের সঙ্গে ২০০৮-এ ডেমোক্র্যাটদের ন্যাশনাল কনভেনশনে মিশেল ওবামার দেওয়া ভাষণের হুবহু মিল খুঁজে পাওয়া গেল। অভিযোগ উঠেছে মেলানিয়া ফার্স্ট লেডি মিশেল ওবামার ভাষণ চুরি করেছেন! মেলানিয়া ট্রাম্পের তৃতীয় স্ত্রী। জন্মসূত্রে স্লোভেনিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে। প্রাক্তন মডেল মেলানিয়া গয়না ও ঘড়ির ডিজাইনার। ভাষণটি দেওয়ার কিছুক্ষণ পরেই এর একটি অংশের সঙ্গে মিশেল ওবামার ভাষণের মিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে যায়। ভাষণে স্লোভানিয়া থেকে তার অভিবাসন আর স্বামীর প্রতি ভালোবাসা নিয়ে অনেক কথা বলেছেন মেলানিয়া। কিন্তু সব কিছুকেই ছাপিয়ে যায় মিল নিয়ে বিতর্ক। বিতর্কের পরে ট্রাম্পের টিমের তরফ থেকে এই ভাষণ নিয়ে বক্তব্য প্রকাশ করা হয়। কিন্তু সেখানে এই মিল নিয়ে একটি কথাও বলা হয়নি। কিন্তু ট্রাম্পের টিমে ভাষণ লেখা ও পরিমার্জনের জন্য লোক নিযুক্ত রয়েছে। তার পরেও এ রকম কেন হলো তা নিয়ে রিপাবলিকান দলের মধ্যেই বিস্ময় তৈরি হয়েছে। রিপাবলিকানদের ন্যাশনাল কনভেনশন শুরু হয়েছে। বিবিসি।

 ২১ জুলাই কনভেনশনের শেষ দিনে ট্রাম্পকে দলের প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। ট্রাম্পের বিতর্কিত ভাবমূর্তির কারণে রিপাবলিকান দলের বেশ কয়েকজন প্রাক্তন প্রেসিডেন্ট থেকে বেশ কয়েকজন নাম করা সিনেটর এবার রিপাবলিকান কনভেনশন এড়িয়ে যাচ্ছেন। তা নিয়ে দলের মধ্যেই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাতে নতুন সংযোজন মেলানিয়ার ভাষণ।

সর্বশেষ খবর