বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা
সঙ্ঘের মানহানির মামলা

রাহুল গান্ধীকে তিরস্কার করল সুপ্রিমকোর্ট

রাহুল গান্ধীকে তিরস্কার করল সুপ্রিমকোর্ট

২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় এক জনসভায় রাহুল গান্ধী কট্টোর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-কে মহাত্মা গান্ধীর হত্যাকারী আখ্যা দিয়েছিলেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন এক আরএসএস কর্মী। মহারাষ্ট্রের ভিওয়ান্ডির আদালতে এই মামলা হয়। গত বছর রাহুল সেই মামলার শুনানিতে ভিওয়ান্ডি আদালতে হাজিরাও দিয়েছিলেন। একই সঙ্গে মামলাটি খারিজ করার আবেদন নিয়ে তিনি সুপ্রিমকোর্টের দ্বারস্থও হন। গতকাল সুপ্রিমকোর্টে সেই আবেদনের শুনানিই হয়েছে। আদালত রাহুল গান্ধীকে বলেছে, ‘কোনো সংগঠনকে সামগ্রিকভাবে অপমান করতে আপনি পারেন না।’ আগামী সপ্তাহে আবার এই মামলার শুনানি হবে বলে সুপ্রিমকোর্ট জানিয়ে দেল। ভিওয়ান্ডির আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা শেষ পর্যন্ত চলবে কি না, তা পরবর্তী শুনানির তারিখেই সুপ্রিমকোর্ট জানিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। তবে মঙ্গলবার বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালত যে অবস্থান নিয়েছে, তাতে মামলা খারিজ হওয়ার সম্ভাবনা নেই বলে ধারণা অনেকের। এএফপি।

সর্বশেষ খবর