বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

‘নাইজেরিয়ায় আড়াই লাখ শিশু অনাহারে’

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের নিয়ন্ত্রণে ছিল যেসব এলাকা সেখানকার প্রায় আড়াই লাখ শিশু অনাহারে ও তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে ইউনিসেফ। বিবিসি বলছে, জাতিসংঘের শিশু বিষয়ক এই সংস্থা সতর্ক করে বলেছে, শিগগিরই চিকিৎসার আওতায় না আনা গেলে বোর্নো রাজ্যের হাজার হাজার শিশুর মৃত্যু হতে পারে। রাজ্যের যেসব এলাকা বোকো হারামের নিয়ন্ত্রণে ছিল সেসব এলাকার মানুষজন পানি, খাদ্য ও স্বাস্থ্যসেবা ছাড়াই দিন যাপন করছে। গেল মাসে একটি স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছিল, বোকো হারামের কারণে পালিয়ে যাওয়া মানুষেরা না খেয়ে মারা যাচ্ছে। উগ্র-ইসলামপন্থি গোষ্ঠী বোকো হারামের সাত বছর ধরে চলা বিদ্রোহে ২০ হাজার মানুষ নিহত ও ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নাইজেরিয়ার সামরিক বাহিনী এই বিদ্রোহীদের দমনে বড় ধরনের অভিযান শুরু করেছে।

ইউনিসেফ জানিয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের যত বেশি এলাকা মানবিক সহায়তার আওতায় আসছে, সেখানকার শিশুদের মধ্যে অপুষ্টির ব্যাপকতা ততই পরিষ্কার হচ্ছে।

সর্বশেষ খবর