Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৯ জুলাই, ২০১৬ ২৩:৩৬
বিহারে মাওবাদী হামলায় ১২ কমান্ডো নিহত

বিহারে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ১২ কমান্ডো নিহত হয়েছে। আহত হয়েছে ছয়জন। সোমবার বিহারের ঔরঙ্গাবাদ জেলায় মাওবাদীদের বিরুদ্ধে সেনা অভিযানে অংশ নিয়েছিলেন ওই কমান্ডোরা। সে সময়ই ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এ বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, গত কয়েক দিন ধরেই গয়া ও ঔরঙ্গাবাদ জেলার সীমানায় মদনপুর থানা এলাকায় ডুংরি জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। একটি গোপন বৈঠকের জন্য ওই এলাকায় শীর্ষস্থানীয় মাওবাদী নেতাদের হাজির থাকার কথা ছিল বলে সূত্র মারফত খবর পেয়ে অভিযান শুরু করে কমান্ডোরা। সোমবার দুপুরে মাওবাদীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। অভিযানের সময় জঙ্গলে প্রায় ২৫-৩০টি আইইডি বিস্ফোরণ ঘটে। এনডিটিভি।

এই পাতার আরো খবর
up-arrow