বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কাশ্মীরে ভারতকে পরাজয় স্বীকার করতে হবে : নওয়াজ

কাশ্মীরে ভারতকে পরাজয় স্বীকার করতে হবে : নওয়াজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, কাশ্মীর নিয়ে ভারতের জন্য মাত্র দুটি পথ খোলা আছে। হয় তারা তাদের আগ্রাসন বজায় রাখতে পারে কিংবা জাতিসংঘে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে। কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর চলমান ‘নিপীড়ন’-এর বিরুদ্ধে পাকিস্তান গতকাল ‘কালো দিবস’ পালন করেছে। এ দিবস উপলক্ষে দেওয়া বার্তায় এসব কথা বলেন নওয়াজ। বার্তায় আরও বলা হয়েছে, কাশ্মীরের চলমান স্বাধীনতা-সংগ্রাম মোটেও দমে যাবে না এবং যে জাতি এভাবে জেগে ওঠে, তাকে স্বাধীনতার পথ থেকে কেউ হঠিয়ে দিতে পারবে না। তিনি দাবি করেন, কাশ্মীরের জনগণের বীরত্বব্যঞ্জক সংগ্রামের মুখে ভারতের পরাজয় স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই। পাকিস্তান সব সময়ই কাশ্মীরের মানুষের সঙ্গে আছে বলেও বার্তায় উল্লেখ করা হয়। কূটনৈতিক, রাজনৈতিক এবং মানবিক সব ফোরামেই কাশ্মীরের বিষয়টি তুলে ধরা হবে বলেও জানান তিনি। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর