বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

লোকসভায় নাগরিকত্ব আইন সংশোধনী বিল পেশ

কলকাতা প্রতিনিধি

ভারতের লোকসভায় নাগরিকত্ব আইন সংশোধনী বিল পেশ করল ক্ষমতাসীন বিজেপি। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লোকসভায় এই বিল পেশ করেন। নাগরিকত্ব আইন সংশোধনী বিজেপির নির্বাচনী অঙ্গীকার ছিল। আইনটি পেশ করে রাজনাথ সিং বলেন, এই আইন সংশোধিত হলে প্রতিবেশী দেশগুলো থেকে চলে আসা সংখ্যালঘুরা সাত বছর ভারতে থাকলেই নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবেন। বর্তমানে যে আইন আছে তাতে নাগরিকত্বের জন্য ১২ বছর অপেক্ষা করতে হয়। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে বেশ কয়েক বছর ধরে বহু হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সিরা ভারতে চলে এসেছে। এদের অধিকাংশই এসেছেন অত্যাচারিত হয়ে, প্রাণভয়ে।

সর্বশেষ খবর