Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ জুলাই, ২০১৬ ২৩:৫৪
অন্য খবর
নিজের কবর খুঁড়ে...

বয়স ১০০ ছুঁই ছুঁই। স্ত্রী মারা গেছেন পাঁচ বছর আগে। এখন নিজের মৃত্যুর অপেক্ষা। নিজের জন্য স্ত্রীর পাশেই বাঁধানো কবর প্রস্তুত করে রেখেছেন। নাম, জন্ম তারিখ সব লেখা হয়ে গেছে। ছেলে নাতিপুতিদের বলে রেখেছেন তিনি মরে যাওয়ার পর মৃত্যু তারিখ যেন শুধু বসিয়ে দেওয়া হয়। নিয়মিত কবরের পরিচর্যা করাই এখন তার দৈনন্দিন কাজ। ভারতের ঝাড়খন্ড রাজ্যের গিরিডি জেলার দরিয়া গ্রামের বদন আনসারি। এভাবেই সব প্রস্তুতি শেষ করে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। বদন বলেন, যখন স্ত্রী বেঁচেছিলেন তখন যে তার সঙ্গে সব সময় খুব প্রেম-ভালোবাসা ছিল সেটা নয়। বরং অনেক বিষয়ে ঝগড়াও হতো। কিন্তু চলে যাওয়ার পর বুঝতে পারছেন তাকে ছাড়া তিনি খুব একা! তাই মৃত্যুর পরও আর একা থাকতে চাননা বদন। বাড়ির কাছেই, নিজেদের বাগানে স্ত্রীর কবরের পাশেই নিজের কবর বাঁধিয়ে রেখেছেন।

এই পাতার আরো খবর
up-arrow