শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ম্যালেরিয়া থেকে বাঁচাবে মুরগি

ম্যালেরিয়া থেকে বাঁচাবে মুরগি

ম্যালেরিয়ার হাত থেকে রেহাই পেতে কত কিছুই না করেছে মানুষ। এবার অভিনব এক সমাধান বের করেছেন বিজ্ঞানীরা। একটা মুরগিকে বিছানার পাশে নিয়ে রাত কাটাতে হবে। এতে নাকি ম্যালেরিয়া ধারেকাছেও ভিড়তে পারবে না! ইথিওপিয়ায় সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মশা মানুষের রক্তের ঘ্রাণ পেলে লোভ সামলাতে পারে না, কিন্তু তারা আবার মুরগির গায়ের গন্ধ সহ্য করতে পারে না একেবারেই। গবেষণা প্রতিবেদনটি ম্যালেরিয়া জার্নালে প্রকাশিত হয়েছে। মশাদের রক্ত পরীক্ষা করে সুইডেন ও ইথিওপিয়ার গবেষকরা দেখেছেন, মুরগির সঙ্গে থাকা মানুষকে ১২০০ মশার মধ্যে মাত্র একটি মশা কামড়েছে। ম্যালেরিয়া রোগ সাধারণত আক্রান্ত কোনো ব্যক্তির রক্তপানের পর যখন মশা অন্যদের শরীরে কামড় বসায় তখন ছড়ায়। বিবিসি।

সর্বশেষ খবর