শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা
অর্থ আত্মসাৎ মামলা

চাপের মুখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাজাক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক বিলিয়ন ডলার অর্থ কেলেঙ্কারিতে জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন। মার্কিন বিচার বিভাগ মামলা ঠুকেছে তার বিরুদ্ধে, দেশটির বিরোধীদলীয় নেতা ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল তার পদত্যাগ দাবি করেছেন। মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে ২০০৯ সালে ১এমডিবি নামের তহবিলটি গঠন করেন প্রধানমন্ত্রী রাজাক। কিন্তু বুধবার মার্কিন বিচার বিভাগ বলেছে, এই তহবিলের অর্থ নিয়ে যে দুর্নীতি হয়েছে তার প্রমাণ পাওয়া গেছে। প্রধানমন্ত্রী রাজাক ওই সরকারি অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এমনকি দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ পর্যন্ত রাজাককে অভিযুক্ত করে পদত্যাগ করতে বলেছেন। বিবিসি।

সর্বশেষ খবর