শিরোনাম
শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

যৌন কেলেঙ্কারির দায়ে ফক্স নিউজ প্রধানের পদত্যাগ

যৌন কেলেঙ্কারির দায়ে ফক্স নিউজ প্রধানের পদত্যাগ

যৌন কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের প্রধান নির্বাহী রজার অ্যালিস। প্রায় ২০ বছর এই গণমাধ্যমটিতে চাকরির পর এক যৌন কেলেঙ্কারির অভিযোগে বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি। পরবর্তী প্রধান নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ফক্স নিউজ এবং ফক্স বিজনেস নেটওয়ার্কের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন মিডিয়া মুঘল খ্যাত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রুপার্ট মারডক। তার উপদেষ্টা হিসেবে থাকবেন অ্যালিস। তবে কোম্পানিতে নির্বাহী কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না অ্যালিস। ফক্স নিউজ চ্যানেলের সাবেক সংবাদ সঞ্চালিকা গ্রেচেন কার্লসন যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন অ্যালিসের বিরুদ্ধে। সেই সঙ্গে অনৈতিকভাবে রজার তাকে চাকরি থেকে সরিয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেছিলেন কার্লসন। রজার অ্যালিসের বিরুদ্ধে আদালতে মামলা করার দুই সপ্তাহের মধ্যেই খবরটি প্রকাশ্যে আসে। এর আগে মেগান কেলি নামের আরেকজন সংবাদ সঞ্চালিকা রজারের যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোতে। এএফপি

সর্বশেষ খবর