Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২২ জুলাই, ২০১৬ ২৩:৫৯
অন্য খবর
নিরামিষভোজী কুমির
নিরামিষভোজী কুমির

কুমিরেও ধর্মকর্ম করে! শুধু তাই নয়, এ কুমির আকারে পিলে চমকানোর মতো হলেও সে নাকি পুরোপুরি নিরামিষভোজী! অর্থাৎ, শাক-লতাপাতা দিয়েই সারে আহার! বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও এমনটাই দাবি ভারতের কেরলের বাসিন্দাদের। থিরুবন্তপুরমের বিশাল ঝিলের মাঝে অবস্থিত বিখ্যাত শ্রী পদ্মনাভস্বামী মন্দির। মানুষের বিশ্বাস ঝিলেই আছে বাবিলা নামে এক বিশাল কুমির। এটি দিনের পর দিন দ্বাররক্ষা করে চলেছে মন্দিরের, অর্থাৎ মন্দিরের সম্পত্তি রক্ষা করছে। প্রসঙ্গত, এ মন্দিরকে বলা হচ্ছে পৃথিবীর সব থেকে ধনী হিন্দু মন্দির। মন্দিরের মাটির তলায় নাকি আছে ২২ বিলিয়ন ডলারের সোনা। সেই মন্দিরের দ্বাররক্ষা বছরের পর বছর করে চলেছে লোককথার এই নিরামিষভোজী কুমির। স্থানীয়দের মতে ঝিলে ওই একটি মাত্র কুমিরই আছে। এছাড়া একটা কুমির মারা গেলে  ফের সেখানে আপনা থেকেই জন্ম নিচ্ছে আরেকটা বাবিলা- বিশ্বাস ভক্তদের। মজার কথা হলো সেই কুমির নাকি কোনোদিন কারোর ক্ষতি করেনি। কারণ সে ‘নিরামিষভোজী’।

এই পাতার আরো খবর
up-arrow