রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মমতার মন্ত্রিসভার অর্ধেকই কোটিপতি!

কলকাতা প্রতিনিধি

মমতার মন্ত্রিসভার অর্ধেকই কোটিপতি!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দাবি করে থাকেন যে, তার দল তৃণমূল কংগ্রেস গরিবদের, খেটে খাওয়া মানুষদের। কিন্তু বাস্তব চিত্র অন্যরকম। রাজ্য মন্ত্রিসভার অর্ধেকের বেশি মন্ত্রীই কোটিপতি। মমতার মন্ত্রিসভায় সদস্য ৪২ জন। তাদের মধ্যে অর্ধেক মন্ত্রীরই গড় সম্পত্তির পরিমাণ ৩.৩ কোটি রুপির। ‘অ্যাসোশিয়েন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং এই সংস্থার ওয়েস্ট বেঙ্গল ইলেকশন চ্যাপ্টার’-এর যৌথ জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে। জরিপে দেখানো হয়েছে, ৪২ মন্ত্রীর ২৪ জনই কোটিপতি। তাদের মধ্যে শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের মোট সম্পত্তির পরিমাণ ২৮ কোটি রুপির, দুর্যোগ প্রতিরোধ মন্ত্রী জাভেদ খানের ১৭ কোটি রুপির, অর্থমন্ত্রী অমিত মিত্রের ১১ কোটি রুপির কিছু বেশি। জরিপে আরও বলা হয়েছে, মন্ত্রিসভার নয়জনের বিরুদ্ধে অপরাধের নানা অভিযোগ রয়েছে। এরমধ্যে সাতজনের বিরুদ্ধে অপহরণ ও হত্যা চেষ্টার মতো অভিযোগ রয়েছে। সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে শ্রমমন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে। 

জরিপে বলা হয়েছে, কয়েক মাস আগে বিধানসভার নির্বাচনী প্রচারণার জন্য বরাদ্দকৃত অর্থের ৫০ শতাংশ অর্থ খরচ করেননি ২৯৪ জন নির্বাচিত বিধায়কের (এমএলএ) অর্ধেকের বেশিজন। নির্বাচনী প্রচারণায় যেখানে একজন প্রার্থীর ২৮ লাখ রুপি খরচের সীমা নির্ধারণ করা আছে, সেখানে তাদের গড় খরচের পরিমাণ ১৩.৩৯ লাখ রুপি।

সর্বশেষ খবর