সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্প ঠেকাতে মিলিয়ন ভোটার সংগ্রহ অভিযান

মার্কিন নির্বাচনের সময় প্রায় তিন মাস। এই সময়ে কমপক্ষে ১০ লাখ ভোটার তালিকাভুক্তির লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন মুসলিম-আমেরিকানরা। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ এবং ইতিমধ্যেই যারা নাগরিকত্ব গ্রহন করেছেন, তাদেরকে নজরদারিতে রাখার যে বিধি করবেন বলে যে বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে উদ্যক্তরা জানিয়েছে। এদিকে, কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স তথা কেয়ার এর পক্ষে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ১১% মুসলমানই ট্রাম্পকে ভোট দিতে চায়। যুক্তরাষ্ট্রে মুসলিম ভোটারের সংখ্যা কত তা সুনির্দিষ্টভাবে এখনও জানা না গেলেও প্রায় ৯০ লাখ বলে ধারণা করে হয়। এনআরবি নিউজ

সর্বশেষ খবর