সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জার্মানিতে অস্ত্র আইন কঠোর হচ্ছে

মিউনিখে হামলার পর জার্মানির ঊর্ধ্বতন রাজনীতিবিদরা আগ্নেয়াস্ত্র বিক্রি নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়নের ডাক দিয়েছেন। ভাইস-চ্যান্সেলর জিগমার গাব্রিয়েল বলেন, প্রাণঘাতী আগ্নেয়াস্ত্রের ক্রয়-বিক্রয় সীমিত করতে সম্ভাব্য সবকিছু করা উচিত। তিনি বলেন, মারাত্মক আগ্নেয়াস্ত্র কেনাবেচা সীমিত করতে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাই আমাদের গ্রহণ করে যেতে হবে। অস্ত্র নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অস্ত্র আইন পুনর্মূল্যায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী  টোমাস দিময়েজিয়াও। শুক্রবার সন্ধ্যায় আলী ডাভিড সম্বুলি নামে ১৮ বছর বয়সী এক ব্যক্তি মিউনিখের একটি খাবারের দোকান ও একটি শপিংমলে হামলা চালিয়ে নয়জনকে হত্যার পর আত্মহত্যা করে। বিবিসি।

সর্বশেষ খবর