সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

দুই দিনেও খোঁজ নেই বিমানের

দুই দিন পেরিয়ে গেলেও বঙ্গোপসাগরে নিখোঁজ ভারতীয় বিমানটির খোঁজ মেলেনি। দেশটির বিমান বাহিনীর পরিবহন বিমান এএন-৩২ শুক্রবার ২৯ জন আরোহী নিয়ে চেন্নাই থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে উড়োজাহাজটি নিখোঁজ হয়। গতকাল দুই দিন পেরিয়ে যাওয়ার পর উড়োজাহাটির ভাগ্যে খারাপ কিছু ঘটেছে এমন আশঙ্কা বাড়ছে।

বন্যায় ১৫০ জনের প্রাণহানি

প্রবল বর্ষণে চীনের উত্তর ও মধ্যাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি শনিবার পর্যন্ত শুধু হেব প্রদেশেই ১১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। বন্যার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বন্যায় হেবেই এবং হেনান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। টানা ভারি বৃষ্টিপাতে প্রদেশ দুটিতে হঠাৎ বন্যা ও ভূমিধস হয়েছে।  বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর