মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নানা কাহিনীতে জমে উঠেছে মার্কিন নির্বাচন

নানা কাহিনীতে জমে উঠেছে মার্কিন নির্বাচন

ডেবি ওয়াসারম্যান

আর মাত্র তিন মাস বাকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের। গোটা আমেরিকায় চলছে নির্বাচনী দামামা। এরমধ্যে গত ২১ জুলাই শেষ হয়েছে রিপাবলিকান দলের কনভেনশন। সেখানে দলের পক্ষে মনোনয়ন নিশ্চিত করেছেন বহু আলোচনা-সমালোচনার সৃষ্টিকারী হোটেল ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। আর গতকাল শুরু হয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দলের কনভেনশন।

তবে অঘটনের মধ্য দিয়েই ডেমোক্র্যাটিক পার্টির ওই জাতীয় সম্মেলন শুরু হয়েছে। গত সপ্তাহে ওহাইয়োর ক্লিভল্যান্ড সিটিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের উদ্বোধনী দিনে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মিলেনিয়া ট্রাম্প বক্তব্য রাখেন আট বছর আগে ডেমোক্র্যাটিক পার্টির সম্মেলনে মিশেল ওবামার বক্তব্য চুরি করে। এমন কেলেঙ্কারির মধ্য দিয়ে রিপাবলিকান পার্টির সম্মেলন শেষ হবার পরই উইকিলিকস এবার ফাঁস করেছে ই-মেইলে বার্নি স্যান্ডার্সকে ধরাশায়ী করতে ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ নেতাদের ইমেইল চালাচালি। আর এর দায় নিয়ে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির (ডিএনসি) চেয়ারম্যান ডেবি ওয়াসারম্যান শুলজ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার শেষ হবে এ সম্মেলন। আর তারপরই তার এ পদত্যাগপত্র কার্যকর হবে। অর্থাৎ ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনও এক ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে। উইকিলিকসের নথিতে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনে বার্নি স্যান্ডার্স যাতে দলীয় প্রার্থী হতে না পারেন সে ব্যাপারে আগে থেকেই সব ধরনের আয়োজন সম্পন্ন করে রেখেছিল ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটি। কিভাবে স্যান্ডার্সকে হারিয়ে হিলারি ক্লিনটনের মনোনয়ন নিশ্চিত করা যায় সে ব্যাপারে উঠেপড়ে লাগে তারা। স্যান্ডার্সকে পরাজিত করার পরিকল্পনায় ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটির নেতারা নিজেদের মধ্যে ই-মেইল চালাচালি করতে থাকেন। দলের কর্মীদের মধ্যে আদান-প্রদান হওয়া ১৯ হাজারেরও  বেশি ই-মেইল ফাঁস করেছে উইকিলিকস।  একই সঙ্গে উইকিলিকসের ওয়েবসাইটে সতর্ক করে বলা হয়, ‘ই-মেইল ফাঁসের ঘটনা হিলারি ক্লিনটনের তথ্য ফাঁসের জন্য ধারাবাহিক আয়োজনের একটি অংশ মাত্র’। অর্থাৎ এর মধ্য দিয়ে ভবিষ্যতে আরও তথ্য ফাঁসেরই ইঙ্গিত দিয়েছে উইকিলিকস। তবে ডেমোক্র্যাট নেতারা বলছেন, দলের মধ্যে হঠাৎ যে সমস্যা সৃষ্টি হয়েছে। তার শিগগিরেই ঠিক হয়ে যাবে। এনআরবি নিউজ।

সর্বশেষ খবর