বুধবার, ২৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

হিলারিকেই প্রেসিডেন্ট করতে স্যান্ডার্সের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

হিলারিকেই প্রেসিডেন্ট করতে স্যান্ডার্সের আহ্বান

কিছুদিন আগেও দুজনেই প্রতিদ্বন্দ্বী। একজন অপর জনকে হারাতে ব্যস্ত। দুজনের সঙ্গে এতটুকুই মিল ছিল তারা দুজনেই যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের নেতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দলের মনোনয়ন যুদ্ধে অবশেষে হেরে যান বার্নি স্যান্ডার্স। সেই স্যান্ডার্স আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির জন্য কাজ করতে, হিলারিকে হোয়াইট হাউসে বসাতে সব আমেরিকানকে আহ্বান জানালেন। ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে সোমবার বক্তৃতা দেওয়ার সময় এই আহ্বান জানান। ভারমন্ট থেকে নির্বাচিত সিনেটর স্যান্ডার্স ফিলাডেলফিয়ায় মঞ্চে ওঠার পর তাকে করতালি দিয়ে সংবর্ধনা জানানো হয়। তিনি উচ্ছ্বসিত উপস্থিতির উদ্দেশ্যে বলেন, হিলারি অবশ্যই পরবর্তী মার্কিন  প্রেসিডেন্ট হচ্ছেন। স্যান্ডার্স বলেন, ডোনাল্ড ট্রাম্প যখন একের পর এক গ্রুপকে অপমান করছেন তখন হিলারি ক্লিনটন বুঝতে পেরেছেন, বৈচিত্র্যই আমাদের বৃহত্তম শক্তি। এ সময় সম্মেলনে আসা ডেলিগেটদের অনেকে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন। এরই মধ্যে স্যান্ডার্স বলেন, ধ্যান-ধারণা ও নেতৃত্বের বিচারে ডোনাল্ড ট্রাম্পেও চেয়ে হিলারিই সবচেয়ে ভালো এবং তিনিই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। তিনি বলেন, ‘হিলারি ক্লিনটন একজন অসামান্য প্রেসিডেন্ট হবেন এবং আমি এখানে তার পাশে দাঁড়িয়ে গর্বিত।’ স্যান্ডার্স বলেন, যে প্রার্থী যুক্তরাষ্ট্রের প্রকৃত সমস্যা কি তা অনুধাবন এবং এর যথাযথ সমাধান করবেন তাকে বাছাই করতে এ নির্বাচন। ডেমোক্র্যাটদের সম্মেলনের শেষদিন কাল বৃহস্পতিবার হিলারিকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। বিবিসি।

সর্বশেষ খবর