শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

শরণার্থী নীতিতে অনড় মেরকেল

শরণার্থী নীতিতে অনড় মেরকেল

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের উদার শরণার্থী নীতির কারণেই ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শরণার্থী ঠাঁই পেয়েছে জার্মানিতে। শরণার্থীদের দ্বারা বেশ কয়েকটি হামলার ঘটনায় তীব্র সমালোচনা শুনতে হয়েছে তাকে। তারপরেও শরণার্থী নীতিতে অনড় মেরকেল। সাম্প্রতিক সময়ে দেশটিতে সন্ত্রাসী হামলা প্রকট আকার ধারণ করেছে। জার্মানির প্রায় অর্ধেক মানুষ এখন আর শরণার্থীদের হাসিমুখে বরণ করে নিতে রাজি নন। অনেকে মনে করেন ইরাক ও সিরিয়া থেকে এই শরণার্থীদের ভিতরেই ছদ্মবেশে লুকিয়ে আছে জঙ্গিরা। অনেক সমালোচনা সহ্য করে মেরকেল স্বাগতম জানিয়েছেন চরম বিপদাপন্ন শরণার্থীদের। সেই তারাই যখন দেশে প্রবেশ করে সহিংসতা ঘটায় তখন তার দায় গিয়ে বর্তায় মেরকেলের কাঁধে। এই সংকটেও পূর্বের উদার নীতিতেই শক্তভাবে স্থির থাকছেন তিনি। বিবিসি।

সর্বশেষ খবর