শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করছে ইউরোপ

আন্তর্জাতিক আইন লঙ্ঘন

ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক ও জাতীয় অস্ত্র রপ্তানি আইন লঙ্ঘন করে পূর্ব ইউরোপের কয়েকটি দেশ মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করছে। পূর্ব ইউরোপের দেশগুলো গত চার বছরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে অন্তত ১ বিলিয়ন পাউন্ড মূল্যের অস্ত্র বিক্রি করেছে। বেশির ভাগ অস্ত্রই সিরিয়া ও এর সীমান্তবর্তী দেশগুলোতে এসেছে বলে এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এসব অস্ত্র ব্যবহার করছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলামী জঙ্গি সংগঠন। এদের মধ্যে রয়েছে পশ্চিমা সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি, আইএস, জাবাত আল-নুসরা ফ্রন্ট এবং ইয়েমেনের সুন্নি বিদ্রোহীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, একে-৪৭ এর মতো কয়েক হাজার অ্যাসল্ট রাইফেল, মর্টার শেল, রকেট লাঞ্চার, ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও ভারী মেশিন গানের মতো অস্ত্র বলকান অঞ্চল দিয়ে আরব উপদ্বীপ ও সিরিয়ার সীমান্তবর্তী  দেশগুলোতে পৌঁছেছে।  অনুসন্ধানটি চালিয়েছে, বলকান ইনভেস্টিগেটিং রিপোর্টিং নেটওয়ার্ক (বিআইআরএন) ও অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি)। এক বছর ধরে অস্ত্র রপ্তানির তথ্য, জাতিসংঘের তথ্য, বিমান চলাচল ও অস্ত্র চুক্তি পর্যালোচনায় বেরিয়ে এসেছে কীভাবে পূর্ব ইউরোপের বসনিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, মন্টেনেগ্রো, স্লোভাকিয়া, সার্বিয়া ও রোমানিয়া থেকে এসব অস্ত্র মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর