শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারল না ভারত

চলতি বছরেই জরুরি ভিত্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে আবেদন করেছিল ভারত। তাতে নিরাপত্তা পরিষদে স্থায়ী একটা আসন পাওয়ার আশাও করেছিল দেশটি। তবে সংস্থাটির সাধারণ সভা শেষে ভারতের সেই আশা নিরাশায় পরিণত হয়েছে। সাধারণ পরিষদের এবারের আলোচনাতেও ভারতকে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সংস্কার নিয়ে পরবর্তী অধিবেশনে আরও আলোচনা প্রয়োজন বলে মত দিয়েছে সাধারণ পরিষদ। চলতি অধিবেশনে ফলাফল না পাওয়াকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে ভারত, জার্মানি, ব্রাজিল ও জাপানের সম্মিলিত ‘জি-ফোর’ গোষ্ঠী। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন পাওয়ার ক্ষেত্রে পরস্পরের দাবিকে এ চারটি দেশ সমর্থন করে। অনলাইন।

সর্বশেষ খবর