শিরোনাম
শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিখ্যাত বাঘ জে-এর খোঁজে ব্যাপক তল্লাশি ভারতে

ভারতের বিখ্যাত বাঘ জে-এর খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। গত তিন মাস ধরে বাঘটি নিখোঁজ রয়েছে। ১৯৭৫ সালে বলিউডের সুপারহিট চলচ্চিত্র শুলে-তে অমিতাভ বচ্চনের অভিনীত চরিত্রের নাম অনুসারে বাঘটির নামকরণ করা হয়েছে। তিন বছর আগে বাঘটি আলোচনায় আসে। ওই সময় তার সঙ্গীর কাছে পৌঁছাতে বাঘটি দুর্গম গ্রাম, নদী ও বিপজ্জনক মহাসড়ক পাড়ি দেয়। সর্বশেষ ১৮ এপ্রিল উমরেদ কারহান্দলা বণ্যপ্রাণী আশ্রয়কেন্দ্রে বাঘটিকে দেখা গিয়েছিল। গতকাল আন্তর্জাতিক বাঘ দিবসে মহরাষ্ট্রের বণ্যপ্রাণী কর্মকর্তারা একটি অনুসন্ধান অভিযান শুরু করেছেন। তবে তারা বাঘটির অবস্থান সম্পর্কে কোনো ধারণাই করতে পারছেন না। বাঘটির খোঁজ পেতে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছে রাজ্য সরকার। ভারতে পর্যটন শিল্পের বিকাশ ও বাঘের প্রজননে জে-এর ভূমিকা রয়েছে। বাঘটি এ পর্যন্ত ২০ ব্যাঘ্রশাবকের জন্ম দিয়েছে। দ্য গার্ডিয়ান।

সর্বশেষ খবর