সোমবার, ৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

থাইল্যান্ডে নতুন সংবিধান গণভোটে ‘অনুমোদিত’

রাজনৈতিক দলগুলোর প্রত্যাখ্যান

থাইল্যান্ডে সেনাবাহিনী প্রণীত সংবিধান গণভোটে ‘অনুমোদন’ পেয়েছে। আংশিক ফল ঘোষণা শেষে দেখা গেছে, ৬২ শতাংশ ভোট পড়েছে প্রস্তাবিত নতুন সংবিধানের পক্ষে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া আলজাজিরা জানিয়েছে, ৮০ শতাংশ ভোট গণনার পর নিশ্চিত হওয়া গেছে, গণভোটে নতুন সংবিধান অনুমোদন পেয়েছে। তবে সরকারিভাবে এখনো ফল প্রকাশিত হয়নি।

গতকাল থাইল্যান্ডে নতুন গণভোট অনুষ্ঠিত হয়। দেশটির নির্বাচন কমিশনের ভোট গণনায় দেখা গেছে, গৃহীত ভোটের ৬২ শতাংশ পড়েছে সংবিধান অনুমোদনের পক্ষে এবং বিপক্ষে পড়েছে ৩৭ দশমিক ৯ শতাংশ। সংবিধান অনুমোদন হওয়ায় ২০১৭ সালে সাধারণ নির্বাচনের পথ সুগম হলো। তবে রাজনৈতিক দলগুলোকে সামরিক শাসনের বৈধতা দিয়ে নির্বাচনে আসতে হবে। এ গণভোটকে প্রত্যাখ্যান করেছে দেশটির বড় রাজনৈতিক দলগুলো। তাদের দাবি, এ গণভোটে সংবিধান অনুমোদন হওয়া অগণতান্ত্রিক। নতুন সংবিধানে গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। বলা হয়েছে, অসঙ্গতিপূর্ণ কোনো লেখা, ছবি বা শব্দ প্রচার বা প্রকাশ অপরাধমূলক কাজ হিসেবে গণ্য হবে। সমালোচকরা বলছেন, এতে থাইল্যান্ডে মতপ্রকাশ ও বাকস্বাধীনতা বাধাগ্রস্ত হবে। কয়েক মাসের টানা রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার পর ২০১৪ সালে গণতান্ত্রিক সরকার উচ্ছেদ করে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেনাপ্রধান প্রায়ুথ চান ওঁচা সরকারপ্রধান হিসেবে অধিষ্ঠিত হন। সরকারের দাবি, নতুন সংবিধান দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। কিন্তু সমালোচকরা বলছেন, দেশে সামরিক নিয়ন্ত্রণ আরও বাড়বে। সংবিধানের বিপক্ষে বড় রাজনৈতিক দলগুলোকে প্রচার চালাতে দেওয়া হয়নি। ফলে তাদের দাবি, এ গণভোট একতরফা এবং তারা গণভোট প্রত্যাখ্যান করেছে। বিবিসি।

সর্বশেষ খবর