মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সরে দাঁড়ানোর ইঙ্গিত জাপান সম্রাটের

জাপানের সম্রাট আকিহিতো বলেছেন, বয়স ও ভগ্নস্বাস্থ্যের কারণে তার পক্ষে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ছে। ৮২ বছর বয়সী সম্রাট গতকাল টেলিভিশন ভাষণে এ কথা বলেন। ভাষণে সিংহাসন ‘ত্যাগ’ করার বিষয়ে কোনো কথা সরাসরি না বললেও তিনি জোরালোভাবে দায়িত্ব থেকে সরার কথা বলেছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, তারা সম্রাটের এ ভাষণকে ‘গুরুত্বসহকারে’ নিচ্ছেন। আর এ বিষয়ে ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করবেন। এএফপি। সম্রাট আকিহিতোর হৃৎপিণ্ডে এর আগে অস্ত্রোপচার করা হয়েছে। তার প্রোস্টেটের ক্যানসারও আছে। বাবা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর ১৯৮৯ সালে তিনি সিংহাসনে বসেন। টেলিভিশনে সম্রাটের দেওয়া ১০ মিনিটের ভাষণটি আগে ধারণ করা ছিল।

আকিহিতো যদি সিংহাসন ছেড়ে দেন, তবে ১৮১৭ সালের পর এটিই হবে প্রথম ঘটনা। ওই বছর সম্রাট কোকাকু সিংহাসন ছেড়ে দিয়েছিলেন। জাপানের প্রচলিত আইন অনুযায়ী, সম্রাট মৃত্যুর আগে পর্যন্ত সিংহাসনে থাকবেন। প্রধানমন্ত্রী আবের ডানপন্থি জাতীয়তাবাদী সমর্থকরা চান না, এ আইনের পরিবর্তন হোক। আইনটি সংশোধন করতে হলে সংবিধানের সম্মতি নিতে হবে। আকিহিতোর পর রাজপুত্র ৫৬ বছর বয়সী নারুহিতো এ পদে আসীন হতে পারেন। এর পরই আছেন তার ছোট ভাই আকিশিনো। বিবিসি।

সর্বশেষ খবর