বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জার্মানি সফরে স্কটল্যান্ড প্রধান ইইউতে থাকার প্রত্যয়

জার্মানি সফরে স্কটল্যান্ড প্রধান ইইউতে থাকার প্রত্যয়

নিকোলা স্টারজেন

ব্রেক্সিট গণভোটের পর প্রথম আকস্মিক জার্মানি সফরে গেলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেন। সফরে তিনি জার্মানির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার ঘোষণা দিয়েছেন। বলেছেন, তার দেশের শতকরা ৬২ ভাগ মানুষ ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে। তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে ইউরোপীয় ইউনিয়নের বাইরে নিয়ে আসা যাবে না। স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে দ্বিতীয় গণভোটের সম্ভাব্যতার কথাও তুলে ধরেন তিনি। তার কথায়, স্কটল্যান্ড যুক্তরাজ্যের সঙ্গে থাকলেও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগ করবে না। মঙ্গলবার তিনি আকস্মিকভাবে এ সফরে গিয়ে সাক্ষাৎ করেছেন জার্মানির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল রোথের সঙ্গে। গত ২৩ জুন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার প্রশ্নে গণভোট হয় যুক্তরাজ্যে। ব্রেক্সিট নামের সেই ভোট পড়ে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে। কিন্তু এ উদ্যোগের ঘোর বিরোধী স্কটল্যান্ড। তাই নিকোলা স্টারজেন বলেছেন, যেহেতু তার দেশ ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে তাই ব্রেক্সিট পরবর্তী সুযোগ হিসেবে স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য প্রস্তুতি নিতে শুরু করবেন তিনি। তবে বার্লিনের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষার জন্য যে আকস্মিক সফরে এসেছেন তা ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ ভালো চোখে দেখবে না। এমন দেশ হলো স্পেন ও ফ্রান্স। কারণ, তারা আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরুদ্ধে লড়াই করছে। এ জন্য ব্রেক্সিট নিয়ে স্কটল্যান্ডের সঙ্গে সরাসরি  যে কোনো আলোচনার বিরোধী তারা। জার্মানির এআরডি টিভিকে স্টার্জন বলেছেন, স্কটল্যান্ড একটি স্বতন্ত্র অবস্থার মধ্যে আছে। আমি মনে করি, এ অবস্থার মধ্যে সব রকম অপশন খোলা রাখা গুরুত্বপূর্ণ। আমি মনে করি, ইউরোপীয় ইউনিয়নের বাকি অংশ, যদি  সেটা হয় গ্রেট ব্রিটিনের অংশ, যদি পুরো গ্রেট ব্রিটেন নাও হয়, তারা ইউরোপীয় ইউনিয়নের অংশ হিসেবেই থাকবে কিনা তা হতে পারে অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। উল্লেখ্য, গণভোটে ইইউ ছাড়ার সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও স্কটল্যান্ড ইউরোপীয় ইউনিয়নে থাকার পথ খুঁজে বের করবে বলে জানান স্টারজেন। রয়টার্স।

সর্বশেষ খবর